ঢাকা, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ চৈত্র ১৪৩২, ২৫ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকায় অশান্তি


প্রকাশ: ১৭ জানুয়ারী, ২০২২ ০৭:৫৬ পূর্বাহ্ন


দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকায় অশান্তি

নিজস্ব প্রতিবেদক: ‘ভাইব্বা ল কিং” ও ‘কিং অব মোচর’ দুই গ্রুপের মধ্যে সিনিয়র-জুনিয়ার দ্বন্দ্বে সাধারণ পথচারীদের ওপর হামলা করে তারা। এ ছাড়া ওই দুই গ্রুপের মধ্যে ‘কিং অব মোচর’ কিশোর গ্যাংয়ের সদস্যরা ভাইব্বা ল কিংয়ের আধিপত্য মেনে নিতে রাজি না। এই আধিপত্য বিস্তারের জন্য তারা দলবদ্ধভাবে মোটরসাইকেলের মহড়া দিয়ে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করত। পরে এর ফাঁকে গ্রুপের সদস্যরা রিকশা, ভ্যান, সিএনজি ও বাস যাত্রীদেরকে টার্গেট করে ছিনতাই করত বলে জানান র‍্যাব।

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাং চক্রের সদস্যরা মাদক কেনা-বেচা ও সেবন, চাঁদাবাজি, ছিনতাই, সাধারণ মানুষকে হয়রানিসহ সন্ত্রাসী কর্মকাণ্ড করছে বলে অভিযোগ পায় র‍্যাব। পরে গতকাল রাতে রাজধানীর মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ওই দুই কিশোর গ্রুপের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। 

আজ সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় র‍্যাব-৩ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারজানা হক এতথ্য জানান। তিনি বলেন, ‘‘কিং অব মোচর ও ভাইব্বা ল কিং কিশোর গ্যাংয়ের গ্রেপ্তারেরা হলেন-হৃদয় (২০), রাসেল (২০), শাওন (২২), তাওহীদ (২০), রাশেদ (২০) ও খাইরুল ইসলাম (১৯)। 

এএসপি ফারজানা হক বলেন, গত ১৬ জানুয়ারি কিং অব মোচর’ কিশোর গ্যাংয়ের দুই সদস্যের জন্মদিন পালন করার জন্য চাঁদ উদ্যান এলাকায় কনসার্ট এর আয়োজন করতে চায়। ওই কনসার্টকে কেন্দ্র করে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ‘কিং অব মোচর’ কিশোর গ্যাংয়ের সদস্যরা ‘ভাইব্বা ল কিং’ গ্রুপের সদস্যদের ওপর আক্রমণ করে। এতে উভয় গ্রুপ ক্ষিপ্ত হয়ে পথচারীদের ওপর এলোপাতাড়ি আক্রমণ করে। এতে আল আমিন (১৭) নামে একজন পথচারী গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। 

মোহাম্মদপুর লালতলা তিন রাস্তার মোড়ে দলবদ্ধভাবে দাঁড়িয়ে মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করে সাধারণ মানুষকে হয়রানি করে থাকে। ‘‘কিং অব মোচর’ কিশোর গ্যাং এর দলনেতা রাশেদ। তার দুর্ধর্ষতা ও ক্ষিপ্রতার জন্য এলাকায় টাইগার রাশেদ নামে পরিচিত। তাদের অপরাধমূলক ও উচ্ছৃঙ্খল আচরণে এলাকাবাসী অতিষ্ঠ বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা। 

তিনি জানান, ওই দুটি গ্রুপের ২৫ থেকে ৩০ জন করে সদস্য রয়েছে। যারা অনেক দিন থেকেই এলাকায় সংঘবদ্ধভাবে অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছে। এ ছাড়াও গ্রুপের সদস্যরা মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় সংঘবদ্ধ হয়ে অপরাধ করে থাকে। 

উল্লেখ্য, গত বছর ২২ নভেম্বর র‍্যাবের হাতে “ভাইব্বা ল কিং’ কিশোর গ্যাংয়ের নয়জন সদস্যকে গ্রেপ্তার হয়েছিল। কিন্তু জামিনে বের হয়ে পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে মোহাম্মদপুর এলাকায় একাধিক মামলা রয়েছে। 
 


   আরও সংবাদ