ঢাকা, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ চৈত্র ১৪৩২, ১৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩


প্রকাশ: ১৫ জানুয়ারী, ২০২২ ০৩:৫৯ পূর্বাহ্ন


মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে মাদক প্রবেশের তথ্য পেয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় চেকপোস্ট স্থাপন করে র‍্যাব। পরে মাদক বোঝায় একটি ট্রাকে তল্লাশি করে, গাড়িটির কেবিনের ভেতরে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় মাদক উদ্ধার করেছে সংস্থাটি। 

আজ শনিবার দুপুর দেড় টার দিকে সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গাঁজা ও ফেনসিডিলসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। পরে বিকেল সাড়ে ৩টার দিকে র‍্যাব-৩ এর মিডিয়া অফিসার ফারজানা হক এ তথ্য জানান। 

তিনি জানান, র‍্যাব-৩ গোয়েন্দা সংবাদের মাধ্যমে জানতে পারে, কয়েকজন মাদক কারবারির সদস্যরা একটি ট্রাকে করে চট্টগ্রাম থেকে রাজধানীতে মাদক গাঁজা ও ফেনসিডিল নিয়ে আসছে। এ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন-ফারুক মিয়া (৩০), জিকরুল রহমান গাজী (৩৩) ও মিলন হাওলাদার (১৯)। তাদের কাছ থেকে চার টি বস্তার মধ্যে পলিথিন দিয়ে মোড়ানো গাঁজা ও ফেনসিডিল উদ্ধারসহ মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাকটিকে জব্দ করা হয়েছে। 

তিনি জানান, গ্রেপ্তারেরা মাদকের বিষয় স্বীকার করে জানান, তারা দীর্ঘদিন ধরে পরস্পর সহযোগিতায় চট্টগ্রাম থেকে মাদক নিয়ে এসে নারায়ণগঞ্জসহ রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


   আরও সংবাদ