প্রকাশ: ১৩ জানুয়ারী, ২০২২ ০৩:০৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা থেকে ঢাকায় মাদক নিয়ে প্রবেশের সময় নারায়ণগঞ্জে একটি ট্রাক তল্লাশি করে ট্রাকটির সামনের কেবিনের ভেতরে থেকে পলিথিনে মোড়ানো গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৩।
গতকাল রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গাঁজা ও একটি ট্রাকসহ ফারুক শেখ (৩৪) ও সেলিম মোল্লা (৩৩) নামের দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেন র্যাব-৩।
আজ বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারজানা হক এ তথ্য জানান।
এএসপি ফারজানা হক জানান, র্যাব-৩ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, মাদক ব্যবসায়ীরা একটি ট্রাকে করে কুমিল্লা থেকে ঢাকায় মাদকের একটি চালান নিয়ে আসছে। পরে সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা বিষয়টি স্বীকার করেন। এ ছাড়া দীর্ঘদিন ধরে পরস্পর সহযোগিতায় কুমিল্লা থেকে মাদক এনে নারায়ণগঞ্জসহ ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে বলে জানায়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।