ঢাকা, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ চৈত্র ১৪৩২, ১৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

বহুরূপী মাহবুব এক বদলিতে ফেঁসে গেল সিআইডির জালে


প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২২ ১০:৫৪ পূর্বাহ্ন


বহুরূপী মাহবুব এক বদলিতে ফেঁসে গেল সিআইডির জালে

নিজস্ব প্রতিবেদক: মাহবুবুর রহমান (৫০)। নিজেকে পরিচয় দিতেন পুলিশের উর্ধতন কর্মকর্তা, কখনো সরকারি কর্মকর্তা আবার কখনো জমি কেনা- বেঁচার দালাল। সুযোগ বুঝে মামলায় জিতিয়ে দেওয়া, সরকারি চাকরি দেওয়া, বদলির তদবির ও জমি বিক্রি করার নামে হাতিয়ে নিতেন মোটা অংকের টাকা।

সম্প্রতি রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় এক ভুক্তভোগীর পরিবারের একটি মামলার তদন্তকারী কর্মকর্তা বদলির ভুয়া আদেশে দিয়ে ফেঁসে গেলেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)'র জালে। গতকাল সোমবার রাতে রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডির এলআইসি ও ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের সমন্বিত একটি টিম।

আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে  এ তথ্য জানান পুলিশের অপরাধ বিভাগের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুক্তা ধর। 

মুক্তা ধর বলেন, ২০১৯ সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মতিঝিল থানায় একটি মামলা হয়। ওই মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা পরিবর্তনের কথা বলে তদন্ত প্রতিবেদন আসামিদের পক্ষে দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা নেন মাহবুবুর রহমান। এজন্য নিজেই মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তনের ভুয়া অফিস আদেশ তৈরি করে আসামিপক্ষকে দেন। পরে আসামিপক্ষ অফিস আদেশের সত্যতা জানতে সিআইডি সদরদপ্তরে যোগাযোগ করে। পরে সিআইডি বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। একপর্যায়ে যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি।

এসএসপি বলেন, গ্রেপ্তার আসামির প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্য উল্লেখ করে জানান, দীর্ঘদিন ধরে মাহবুব সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে চাকরি-প্রত্যাশীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়া ও জমির দালালিসহ বিভিন্ন প্রতারণা করে আসছেন। তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে অভিনব প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ বিত্ত-বৈভবের অধিকারী হয়ে বিলাসবহুল জীবনযাপন করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান মুক্তা ধর।

প্রতারক মাহবুবুর রহমানের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না জানতে চাইলে সিআইডির এই পুলিশ কর্মকর্তা বলেন, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে জড়িত থাকার বিষয়টি বেরিয়ে আসবে। যদি তার সঙ্গে কেউ জড়িত থাকে তাদেরও সিআইডি গ্রেফতার করবে।


   আরও সংবাদ