ঢাকা, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ চৈত্র ১৪৩২, ২০ জ্বমাদিউল সানি ১৪৪৭

রমিজ উদ্দিন আন্ডারপাসের উদ্বোধন কাল


প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২২ ১০:৪৭ পূর্বাহ্ন


রমিজ উদ্দিন আন্ডারপাসের উদ্বোধন কাল

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-এয়ারপোর্ট মহাসড়কে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ সংলগ্ন পথচারী আন্ডার পাস জন সাধারণের চলাচরের জন্য খুলে দেওয়া হচ্ছে। আগামিকাল বুধবার গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করবেন।

জানা গেছে, সড়ক ও জনপথ অধিদফতর, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় তত্ত্বাবধানে। ২৫ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন, ২৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড বাংলাদেশ সেনাবাহিনীর ঢাকা এয়ারপোর্ট মহাসড়কে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ সংলগ্ন পথচারী আন্ডারপাস নির্মাণসহ বাস্তবায়ীত আরও ৩টি প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এর আগে ২০১৮ সালে ১২ আগস্ট ভিত্তিপ্রস্তর রাজধানীর বিমানবন্দর সড়কে শহীদ রমিজ উদ্দীন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের সামনে পথচারী আন্ডারপাস নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০১৮ সালের ২৯শে জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাসস্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের দুই বাসের প্রতিযোগিতায় বাসচাপায় নিহত হন শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব এবং একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম। 

ওই বাস দুর্ঘটনার পর নিরাপদ সড়কের দাবিতে ঢাকাসহ সারাদেশে ব্যাপক ছাত্র বিক্ষোভ গড়ে উঠেছিল। ওই আন্দোলনের প্রেক্ষাপটে সরকার সড়ক পরিবহন আইন ২০১৮ পাস করে সরকার।


   আরও সংবাদ