ঢাকা, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ চৈত্র ১৪৩২, ২০ জ্বমাদিউল সানি ১৪৪৭

মুরাদকে জেরা করতে আরও সময় নিবে প্রশাসন


প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২২ ১০:৩৪ পূর্বাহ্ন


মুরাদকে জেরা করতে আরও সময় নিবে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক: সাবেক তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসানের বিরুদ্ধে স্ত্রীকে প্রাণনাশের হুমকির জিডির তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের দুই দিনের মাথায় মুরাদের স্ত্রী ডা. জাহানারা এহসানের সঙ্গে কথা হয়েছে তদন্তকারী কর্মকর্তার। তবে অভিযুক্ত মুরাদকে জেরা করতে সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা। 

জানতে চাইলে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া আজকের পত্রিকাকে বলেন, তদন্ত চলছে। কর্মকর্তা প্রয়োজন মনে করলে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করবেন। তবে এখনো তার সঙ্গে কথা বলার মত সময় আসেনি বলে জানান এই পুলিশ কর্মকর্তা। 

এর আগে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ এনে রাজধানীর ধানমন্ডি থানায় জিডি করেন তাঁর স্ত্রী ডা. জাহানারা এহসান। দুই দিনপর সেই জিডির তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। অবশ্য তদন্ত শুরুর আগেই মুরাদের লাইসেন্স করা দুটি অস্ত্র এবং তাঁর স্ত্রীর কাছে থাকা আরেকটি বৈধ অস্ত্র জমা নিয়েছে সংশ্লিষ্ট থানা। 

জিডিতে তিনি উল্লেখ করেন, ১৯ বছর ধরে তাঁরা সংসার করছেন। এক মেয়ে ও এক ছেলে রয়েছে এ দম্পতির। সাম্প্রতিক সময়ে কারণে-অকারণে স্ত্রী ও সন্তানদের ক্রমাগতভাবে শারীরিক নির্যাতন ও গালিগালাজ করছেন মুরাদ। হত্যার হুমকিও দিচ্ছেন পরিবারের সদস্যদের।

আপত্তিকর আচরণ ও বিভিন্ন ধরনের রাজনৈতিক বক্তব্য দিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিলেন মুরাদ হাসান। তবে সম্প্রতি বিএনপির নেতা তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং চিত্রনায়িকা মাহিয়া মাহিকে ফোনে ধর্ষণের হুমকি দেওয়ার অডিও ক্লিপটি ভাইরাল হয়। এসব অডিও ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে শুরু হয় সমালোচনা। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁকে তথ্য প্রতিমন্ত্রীর পদ থেকে সরিয়ে নেওয়া হয়। এরপর আওয়ামী লীগ থেকেও তাঁকে বহিষ্কার করা হয়। বিতর্কের মুখে দেশ ত্যাগ করতে গিয়ে কানাডায় ঢুকতে না পেরে দেশে ফিরে আসেন মুরাদ। এর পর থেকে কিছুটা আড়ালেই আছেন তিনি।


   আরও সংবাদ