ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

ঝিকরগাছায় সড়ক দূঘর্টনায় স্কুল ছাত্রীসহ দুইজন নিহত


প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


ঝিকরগাছায় সড়ক দূঘর্টনায় স্কুল ছাত্রীসহ দুইজন নিহত

য‌শোর থেকে খান সাহেব : য‌শো‌রের ঝিকরগাছা উপজেলায় যশোর-বেনাপোল সড়কের মল্লিকপুরে বাসের ধাক্কায় এক স্কুল ছাত্রীসহ দুইজন মারা গেছে। 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো ঝিকরগাছা উপজেলার মল্লিকপুর পশ্চিমপাড়ার ইসমাইল হোসেনের মেয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী তৈয়বা ও ঝিকরগাছা পৌর এলাকার কাটাখালির নির্মাণ শ্রমিক তরিকুল ইসলাম।

ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, যশোর থেকে সাতক্ষীরাগামী একটি বাস (সাতক্ষীরা জ ১১-০০৮৭) সকাল ৮টার দিকে মল্লিকপুরে পৌঁছালে বাসটির পাতি ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এরপর ওই মোটরসাইকেলটি ছিটকে গিয়ে শিশুকে আঘাত করে। 

এদিকে বাসটি খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালাক তরিকুল ইসলামের মৃত্যু হয় এবং তৈয়বাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া এ ঘটনায় বাসের যাত্রীরা সামান্য আহত হয়েছেন। যারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।


   আরও সংবাদ