ঢাকা, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ চৈত্র ১৪৩২, ১৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

রাজধানীতে মাদকসহ গ্রেপ্তার ২


প্রকাশ: ৮ জানুয়ারী, ২০২২ ০৫:৫৩ পূর্বাহ্ন


রাজধানীতে মাদকসহ গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার : রাজধানীতে মাদক প্রবেশ করার সময় একটি প্রাইভেটকার তল্লাশি করে পেছনের সিটের ভেতরে তিনটি বস্তার মধ্যে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় গাঁজা উদ্ধার করেছে র‍্যাব-৩। 

আজ সকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র‍্যাব। পরে বিকেলে র‍্যাব-৩ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারজানা হক এক বার্তায় এ তথ্য জানান। 

তিনি বলেন, র‍্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে এক দল মাদক ব্যবসায়ী একটি প্রাইভেটকারে করে কুমিল্লা থেকে রাজধানীর দিকে অবৈধ মাদকদ্রব্য গাঁজার একটি চালান নিয়ে আসছে। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৩ এর একটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। 

যাত্রাবাড়ী থানাধীন এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আবদুল হালিম (২৫) ও শাকিব (১৯)। তাদের কাছ থেকে মাদক, মোবাইল সহ ও একটি প্রাইভেটকার জব্দ করেছেন। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা বিষয়টি স্বীকার করে বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য গাঁজা রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিলেন তারা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


   আরও সংবাদ