প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২১ ১২:৩৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : রা জধানীর চকবাজার মডেল থানাধীন পূর্ব রসুলপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে সেলিম সরদার (৩৫) নামের একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১০।
আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে র্যাব-১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান। এসময় তার কাছ থেকে ৫১ লিটার দেশীয় মদ, একটি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ ৭০০ টাকা উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-১০এর সিপিসি ৩, লালবাগ ক্যাম্পের চকবাজার মডেল থানাধীন পূর্ব রসুলপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে চকবাজার মডেল থানা এলাকাসহ রাজধানীর বিভিন্ন থানা এলাকায় দেশী মদ সরবরাহ করে থাকে, যার ফলে আমাদের দেশের যুবসমাজ ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছে।
এতে বলা হয়, অদূর ভবিষ্যতে এরূপ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাব-১০এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামির বিরুদ্ধে চকবাজার মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।