A PHP Error was encountered

Severity: Warning

Message: mysqli::real_connect(): Headers and client library minor version mismatch. Headers:100324 Library:30120

Filename: mysqli/mysqli_driver.php

Line Number: 201

Backtrace:

File: /home/bnnews24/public_html/application/controllers/SS_shilpi.php
Line: 6
Function: __construct

File: /home/bnnews24/public_html/index.php
Line: 316
Function: require_once

কাবুল বিমানবন্দর নিয়ে আশার কথা জানাল কাতার
ঢাকা, শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১১ শ্রাবণ ১৪২৯, ৩ রমজান ১৪৪৪

কাবুল বিমানবন্দর নিয়ে আশার কথা জানাল কাতার


প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২১ ০৭:৪৭ পূর্বাহ্ন


কাবুল বিমানবন্দর নিয়ে আশার কথা জানাল কাতার

দ্রুত কাবুল বিমানবন্দর চালু করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মেদ বিন আব্দুলরাহমান। তিনি জানান, কাবুল বিমানবন্দরে কারিগরি সহায়তার জন্য তারা তুরস্কের সঙ্গে কাজ করছেন। 


এর আগে বুধবার তুরস্কের এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইতোমধ্যে কাতারের একটি টিম বিমানবন্দরে কারিগরি সহায়তা দেওয়ার জন্য আফগানিস্তানে অবতরণ করেছে।

সোমবার মধ্যরাতে যুক্তরাষ্ট্রের সকল সেনা আফগানিস্তান ত্যাগ করে। এরপর কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেয় তালেবান। কিন্তু আন্তর্জাতিক ফ্লাইট শুরু করতে বিমানবন্দরটি সংস্কারের প্রয়োজন রয়েছে। এছাড়া তালেবান বিমানবন্দর চালাতে তুরস্ক ও কাতারের সহায়তা চেয়েছে। কারণ এই মুহূর্তে বিমানবন্দর পরিচালনার মতো তালেবানের দক্ষ জনবলের অভাব রয়েছে।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মেদ বিন আব্দুলরাহমান বলেন, আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি এবং দ্রুত কাবুল বিমানবন্দর চালু করতে পারব বলে আশাবাদী। আগামী কয়েকদিনের মধ্যে এ বিষয়ে সুখবর শোনা যাবে বলেও তিনি প্রত্যাশা করেন।


   আরও সংবাদ