ঢাকা, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ চৈত্র ১৪৩২, ১৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

রাজধানীতে বিদেশী বিয়ার একজনকে আটক করেছে র‌্যাব-৩


প্রকাশ: ১৬ অগাস্ট, ২০২১ ১১:০৯ পূর্বাহ্ন


রাজধানীতে বিদেশী বিয়ার একজনকে আটক করেছে র‌্যাব-৩

স্টাফ রিপোর্টার : রাজধানীর রামপুরা এলাকা থেকে ৮৪০ ক্যান বিদেশী বিয়ার এবং একটি প্রাইভেটকারসহ ইকবাল হোসেন (৩৫) নামের এক জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৩।

আজ সোমবার (১৬ আগস্ট) বিকালে র‌্যাব-৩'এর সহকারী পরিচালক মিডিয়া অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস এক বাকৎর্তায় এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, র‌্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চক্রের সদস্য একটি প্রাইভেটকারযোগে রাজধানীর রামপুরা থেকে মগবাজার অভিমুখে অবৈধ মাদকদ্রব্য বিয়ারের চালান নিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল রামপুরা থানাধীন ডিআইটি রোডস্থ চৌধুরী পাড়া সিটি ওভারসিস সিএনজি ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীকে আটক করে।

পরে সাক্ষীদের উপস্থিতিতে প্রাইভেটকারটি তল্লাশী করে প্রাইভেটকারটির চালকের পেছনে ডিক্কি বক্সের ভিতরে বিশেষ কায়দায় কাগজের কার্টুনে লুকানো অবস্থায় ৮৪০ ক্যান বিদেশী বিয়ার উদ্ধারসহ প্রাইভেটকারটিকে জব্দ করা হয়।
        
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য বিয়ার ক্রয় করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে বলে জানায়। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


   আরও সংবাদ