ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ চৈত্র ১৪৩২, ২২ জ্বমাদিউল সানি ১৪৪৭

পদ্মা সেতুর পিলারের সুরক্ষায় অ্যাপ!


প্রকাশ: ১৪ অগাস্ট, ২০২১ ১০:৫১ পূর্বাহ্ন


পদ্মা সেতুর পিলারের সুরক্ষায় অ্যাপ!

পদ্মা সেতুর পিলারে নৌযানের ধাক্কা এড়াতে প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে একটি বেসরকারি প্রতিষ্ঠান। কোনও নৌযান ঝুঁকিপূর্ণভাবে পদ্মা সেতুর পিলারের দিকে অগ্রসর হলে অন্তত পাঁচশ’ থেকে তিনশ’ মিটার দূরে থাকতেই সিগন্যাল দিয়ে নৌযান মালিক, চালক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেবে।

এ কাজের জন্য ‘জাহাজী’ নামের অ্যাপটি আপডেট করেছে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথের একমাত্র প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান 'জাহাজী'। আগামী সপ্তাহ থেকে গুগল প্লে স্টোরে পাওয়া যাবে অ্যাপের আপডেট সংস্করণ।


শুক্রবার (১৩ আগস্ট) বিকালে জাহাজী লিমিটেডের পরিচালক ও সহ-প্রতিষ্ঠাতা অভিনন্দন জোতদার  গণমাধ্যমকে এ  তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, ‘প্রতিদিনই ফেরির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের স্বপ্নের পদ্মা সেতুর পিলার। এজন্যই আমরা উদ্যোগ নিয়েছি কিছু একটা করার। প্রযুক্তি দিয়ে এ সমস্যার সমাধান সম্ভব।’

 
গুগল প্লেস্টোরে 'জাহাজী' নামে অ্যাপটি আগেই ছিল। এটি মূলত নৌযান ট্র্যাকিং অ্যাপ। মালিকরা তাদের নৌযানের অবস্থান বের করতে এটি ব্যবহার করেন। অ্যাপটির আরও আধুনিকায়ন করা হয়েছে।

 
শুক্রবার (১৩ আগস্ট) সকালে একটি রো রো ফেরি পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয়। এর আগে গত ৯ আগস্ট একই পিলারে ধাক্কা দেয় ফেরি ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’। এ ছাড়া আরও দু’বার বাংলাবাজার ঘাট থেকে আসার পথে পদ্মা সেতুর পিলারে আঘাত করেছে দুটি ফেরি।

এসব ঘটনায় জিডি, তদন্ত কমিটি ও ফেরি চালকদের সাময়িক বরখাস্ত পর্যন্ত করা হয়েছে। এমনকি শুক্রবার (১৩ আগস্ট) মাওয়া ফেরিঘাট স্থানান্তরের নীতিগত সিদ্ধান্তের কথাও জানা গেছে।


   আরও সংবাদ