ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

চৌগাছা মহিলা কলেজের সহ-অধ্যাপক তুহিনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত


প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


চৌগাছা মহিলা কলেজের সহ-অধ্যাপক তুহিনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহ-অধ্যাপক ও বিভাগীয় প্রধান এসএম মোস্তফা কামাল তুহিনের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক অ্যাডভোটেক এবিএম আহসানুল হক আহসানের সভাপতিত্বে কলেজ হলরুমে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মৃধাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান।

সহ-অধ্যাপক শাহানুর রহমানের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপাধ্যক্ষ আলমগীর হোসেন, সহ-অধ্যাপক আতিকুর রহমান, সহ-অধ্যাপক আবুল কালাম আজাদ, সহ-অধ্যাপক নাসির উদ্দিন, ব্যবস্থাপনা কমিটির সদস্য মুক্তিযোদ্ধা আমিনুর রহমান, তৌহিদুর রহমান প্রমুখ।

কয়েক বছর ধরে হৃদরোগে ভুগে গত ৭ সেপ্টেম্বর তিনি ইন্তেকাল করেন।


   আরও সংবাদ