প্রকাশ: ৮ অগাস্ট, ২০২১ ১১:২৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা থেকে তুরস্কের রাজধানী ইস্তানবুলগামী ফ্লাইটে দেশ ছাড়ার সময় মোহাম্মাদ হাবিবুর রহমান অনিত (৪৩) নামের এক বৈদেশিক মুদ্রা পাচারকারীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
আজ রোববার (০৮ আগস্ট) বিকালে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম এক বার্তায় এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানতে পারে, আজ রোববার বিকালে ঢাকা থেকে ইস্তানবুলগামী টার্কিশ এয়ারলাইন্সের টিকে-৭১৩ ফ্লাইটের মাধ্যমে বৈদেশিক মুদ্রা পাচার চক্রের এক সদস্য বিপুলপরিমাণ বৈদেশিক মুদ্রা নিয়ে ইস্তানবুল হয়ে টিকে ৬৯৪ ফ্লাইটে করে মিশরের রাজধানী কায়রো যাওয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে।
এমন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালকের দিক-নির্দেশনা মোতাবেক সহকারী পরিচালক ইফতেখার আলম ভূঁইয়ার নেতৃত্বে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের গোয়েন্দা কর্মকর্তাগণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্দিষ্ট স্থানে সতর্কতামূলক অবস্থান গ্রহণ করে নজরদারী করতে থাকে।
আজ টার্কিশ এয়ারলাইন্সেরএকটি ফ্লাইটে দেশ ছাড়ার সময় সন্দেহভাজন যাত্রী মোহাম্মাদ হাবিবুর রহমান অনিত পাসপোর্ট নম্বরঃ A00083060। ইস্তানবুল হয়ে কায়রো যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ২য় তলার চেক-ইন রো-ডি ব্যাগেজ চেক ইন শেষে বোর্ডিং পাস নেয়ার সময় কাস্টম কর্মকর্তারা এই যাত্রীর সাথে থাকা একটি পিঠে বহনযোগ্য ব্যাগ স্ক্যানিং করে মুদ্রা সদৃশ বস্তু পান।
ব্যাগেজ কাউন্টারে এনে পিঠে বহনযোগ্য ব্যাগ তল্লাশি করে এর অভ্যন্তরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১৮০টি ৫০০ মুদ্রা মানের মোট ৯০ হাজার সৌদি রিয়েল মুদ্রা। যার মূল্যমান বাংলাদেশি টাকায় আনুমানিক ১৮ লাখ ৪৫ হাজার টাকা এবং ৪০টি ৫০০ মুদ্রা মানের মোট ২০ হাজার ইউএই দিরহাম মুদ্রা। যার মূল্যমান বাংলাদেশি টাকায় আনুমানিক ৪ লাখ ১০ হাজার টাকা পাওয়া যায়, যার সর্বমোট মূল্যমান বাংলাদেশি টাকায় আনুমানিক ২২ লাখ ৫৫ হাজার টাকা। এবং আনুমানিক ২২ হাজার ৬৫৪ ইউ.এস ডলার। প্রথমিক জিজ্ঞাসাবাদে, উল্লিখিত বৈদেশিক মুদ্রাসমূহ সংগ্রহের বৈধ কোন কাগজপত্র প্রদর্শন করতে পারেননি।
আটককৃত বৈদেশিক মুদ্রা DCH-DE-20210815411, ০৮ আগস্ট মূলে কাস্টম হাউসের মূল্যবান গুদামে জমা প্রদান করা হয়েছে। আটক ও চোরাচালান এর ঘটনায় শুল্ক আইন, ১৯৬৯ মোতাবেক বিভাগীয় মামলা এবং ফৌজদারী মামলা দায়ের করা হয়েছে। আসামীকে গ্রেফতারপূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা আন্তঃ বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, চলতি মাসে (০৫ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইস্তাম্বুলগামী একজন যাত্রীর নিকট থেকে প্রায় ৫৪ লাখ টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা আটক করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।