প্রকাশ: ৫ অগাস্ট, ২০২১ ০৬:৩৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : কক্সবাজারে টয়েটা হাইএস একটি মাইক্রোবাসে তল্লাশী চালিয়ে ১১ হাজার পিস বার্মিজ ইয়াবা ও ২৮০ গ্রাম ক্রিস্টাল মেথসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে বিজিবি-৩৪ কক্সবাজার ব্যাটালিয়ন। আটককৃত আসমীসহ জব্দকৃত মাদকদ্রব্য নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় সোপর্দ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৫ আগস্ট) বিকালে বিজিবি-৩৪ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ এক বার্তায় এতথ্য নিশ্চিত করেন। আটককৃতরা হলেন- আব্দুল কুদ্দুস (২৯) ও নুরুল আমীন (৩২)। এসময় তাদের কাছে থেকে ১১ হাজার পিস বার্মিজ ইয়াবা। যার মূল্য- ৩৩ লাখ টাকা ও ২৮০ গ্রাম ক্রিস্টাল মেথ। যার মূল্য- ২৮ লাখ টাকা। মাদকের মোট আনুমানিক মূল্য ৬১ লাখ টাকা।
তিনি জানান, বিজিবি-৩৪ কক্সবাজার ব্যাটালিয়নের অধীনস্থ রেজুখাল যৌথ চেকপোষ্টের সদস্যরা গোয়েন্দা সংবাদের ভিত্তিতে টেকনাফ থেকে কক্সবাজারগামী টয়েটা হাইএস একটি মাইক্রোবাস থামানো হয়, এতে লকডাউনে গাড়ি চলাচল নিষেধ থাকায় রোগী সেজে একজনকে কক্সবাজার নিয়ে যাওয়া হচ্ছিল।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ রেজুখাল যৌথ চেকপোষ্টের সদস্যগণ কর্তৃক নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে টেকনাফ হতে কক্সবাজারগামী টয়েটা হাইএস একটি মাইক্রোবাস থামানো হয়, এতে লকডাউনে গাড়ী চলাচল নিষেধ থাকায় রোগী সেজে একজনকে কক্সবাজার নিয়ে যাওয়া হচ্ছিল। চেকপোষ্টে কর্মরত বিজিবি সদস্যদের রোগীকে দেখে সন্দেহ হওয়ায় গাড়ী বিস্তারিত তল্লাশী করা হয় এবং এক পর্যায়ে গাড়ীর এসির পাইপ এর ভিতর সুকৌশলে লুকায়িত অবস্থায় থাকা মাদকদ্রব্য জব্দ করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় গত ০১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল কর্তৃক ৬৬ কোটি ৬৫ লাখ ৪৬ হাজার ৬০০ টাকা মূল্যের ২২ লাখ ২১ হাজার ৮২২ পিস বার্মিজ ইয়াবাসহ ১৪৭ জন আসামী আটক করে হয়েছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স’’ নীতি ঘোষণার প্রেক্ষিতে করোনা ভাইরাস এর মহামারির মধ্যেও বিজিবি তাদের নিজ কর্তব্যে অটুট থেকে দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযানসহ বিদ্যমান রেজুখাল যৌথ চেকপোষ্টে বিজিবি সদস্যদের দ্বারা ২৪ ঘন্টা তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হয়।