ঢাকা, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ চৈত্র ১৪৩২, ১৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

সৌদিতে ইয়াবা পাচার কালে সাদ্দাম নামের এক যাত্রীকে আটক


প্রকাশ: ৫ অগাস্ট, ২০২১ ০৫:৩৭ পূর্বাহ্ন


সৌদিতে ইয়াবা পাচার কালে সাদ্দাম নামের এক যাত্রীকে আটক

স্টাফ রিপোর্টার : প্রায় ৯ হাজার পিস ইয়াবা সৌদি আরবে পাচার কালে সাদ্দাম নামের এক যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ। এই সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক সংবাদ সম্মেলনে জানান, সাদ্দাম এ্যায়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরবের দাম্মামে ইয়াবাগুলো পাচার করতে চেয়েছিল। কিন্তু স্ক্যানিংয়ের আগেই সেগুলো ধরা পড়ে।

তিনি জানান, ল্যাগেজের ভেতরে বিশেষ কৌশল লুকানো ছিল ইয়াবা। প্রথমে অস্বীকার করলেও তল্লাশিতে ধরা পড়ে। এর আগেও আসামী সাদ্দামের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক জিঞ্জাসাবাদে আসামী জানিয়েছে, কুমিল্লার এক ব্যক্তির কাছ থেকে ৮ হাজার ৯৫০ পিস ইয়াবা সংগ্রহ করে সে। দাম্মামে এক ব্যক্তির কাছে পৌঁছে দেবার কথা ছিল তার।


   আরও সংবাদ