প্রকাশ: ৫ অগাস্ট, ২০২১ ০২:৪০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ২নং রত্নাপালং ইউনিয়নের করাইবুনিয়া নামক স্থান থেকে ৪ লাখ ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে বিজিবি ৩৪-কক্সবাজার ব্যাটালিয়ন। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১২ কোটি ৩০ লাখ টাকা।
আজ বৃহস্পতিবার (০৫ আগস্ট) সকালে বিজিবি-৩৪ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ এক বার্তায় এতথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ২নং রত্নাপালং ইউনিয়নের করাইবুনিয়া নামক স্থানে ইয়াবা ব্যবসায়ীদের পাচারকৃত বিপুল পরিমাণ ইয়াবা লুকিয়ে রাখার খবর গোয়েন্দা সূত্রে জানতে পেরে হানা দেয় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ রেজুপাড়া বিওপি।
এসময় ওই স্থানে তল্লাশী করে পাহাড়ে লুকায়িত অবস্থায় বস্তাভর্তি ৪১ কার্ট প্রতি কার্টে ১০ হাজার পিস। সর্বমোট ৪ লাখ ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত বার্মিজ ইয়াবা নিয়ে বিওপিতে ফেরত আসার সময় চোরাকারবারীরা দলবলসহ দেশীয় অস্ত্র, লোহার রড এবং রামদা নিয়ে টহলদলের উপর আকষ্মিকভাবে আক্রমণ করার চেষ্টা করলে বিজিবি টহলদল কৌশলগত অবস্থান গ্রহণ করতঃ তাদের জান-মাল রক্ষার্থে চোরাকারীরদের লক্ষ্য করে ফায়ার করলে চোরাকারবারীরা দ্রুত পাহাড়ী গহীন জঙ্গলের মধ্য দিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
উল্লেখ্য, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় গত ০১ জানুয়ারি থেকে আজ ০৫ আগস্ট পর্যন্ত চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল ৭৮ কোটি ৯৫ লাখ ৪৬ হাজার ৬০০ টাকা মূল্যের ২৬ লাখ ৩১ হাজার ৮২২ পিস বার্মিজ ইয়াবাসহ ১৪৭ জন আসামী আটক করেছে।