ঢাকা, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ চৈত্র ১৪৩২, ১৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

ক্ষিপ্রতায় কিশোর গ্যাং 'চাঁনজাদু গ্রুপের' নেতৃত্বে টাইগার ইমন


প্রকাশ: ৫ অগাস্ট, ২০২১ ০২:২২ পূর্বাহ্ন


ক্ষিপ্রতায় কিশোর গ্যাং 'চাঁনজাদু গ্রুপের' নেতৃত্বে টাইগার ইমন

স্টাফ রিপোর্টার : রাজধানীর মুগদা এলাকা থেকে কিশোর গ্যাং ‘‘চাঁনজাদু গ্রুপের’’ দেশীয় অস্ত্রসহ ৪ সদস্যকে আটক করেছে র‌্যাব-৩। আজ বৃহস্পতিবার (০৫ আগস্ট) দুপুরে র‌্যাব-৩'এর সহকারী পরিচালক মিডিয়া অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস এক বার্তায় এতথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন- ইমন টাইগার ইমন (২০),  আব্দুল রাব্বি (২০), সাজ্জাদ হোসেন (১৯) ও সুজন মিয়া (১৯)। এসময় তাদের কাছ থেকে একটি স্টীলের ব্যাটন, একটি সুইচ গিয়ার চাকু, একটি বক্সিং পাঞ্চার যন্ত্র এবং একটি রুপালী রংয়ের এ্যালুমিনিয়ামের চেইন উদ্ধার করা হয়। 

তিনি জনান, র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে, ঢাকা মহানগরীর মুগদা থানার মান্ডা এলাকায় কতিপয় কিশোর গ্যাং চক্রের সদস্যরা দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় ও সেবন, এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, সাধারণ মানুষকে হয়রানি এবং বিভিন্ন রকম সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছে। 

এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল মুগদা থানাধীন মান্ডা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং ‘‘চাঁনজাদু গ্রুপের’’ ০৪ সদস্যকে আটক করে।

আসামীদের নিকট থেকে উদ্ধারকৃত মোবাইল ফোনে তাদের মাদকদ্রব্য গ্রহণের ভিডিওসহ উশৃঙ্খল আচরণের টিকটক অ্যাপে তৈরী বিভিন্ন ধরণের ভিডিওকিল্পিং পাওয়া যায়। ঘটনার সময় ধৃত আসামীরা ইমন টাইগার ইমনের নেতৃত্বে অপরাধ সংঘটনের প্রস্তুতি নিচ্ছিল।
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায়, তারা আধিপত্য বিস্তারের জন্য দলবদ্ধভাবে মোটরসাইকেলের মহড়া দিয়ে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। এছাড়াও তারা মোটরসাইকেল ব্যবহার করে রিক্সা, ভ্যান, সিএনজি ও বাস যাত্রীদেরকে টার্গেট করে যাত্রীদের ব্যাগ ও পার্টস ছিনতাই করে থাকে। তারা রাস্তায় দলবদ্ধভাবে দাড়িয়ে মাদক সেবন করে উশৃঙ্খল আচরণ করে সাধারণ মানুষকে হয়রানি করে থাকে। 

অর্থ উপার্জনের জন্য তারা দীর্ঘদিন যাবৎ আইন শৃখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছে। তাদের গ্রুপের দলনেতা হচ্ছে ইমন টাইগার ইমন। তার দুর্ধর্ষতা এবং ক্ষিপ্রপ্তার জন্য সে এলাকায় টাইগার ইমন নামে পরিচিত। তাদের অপরাধমূলক ও উশৃঙ্খল আচরণে এলাকাবাসী অতিষ্ট। এছাড়াও ধৃত আসামীরা মতিঝিল, মুগদা ও শাহাজাহানপুর এলাকায় সংঘবদ্ধ হয়ে অপরাধ করে থাকে।

আটককৃত আসামীদের বিরুদ্ধে মুগদা থানায় মামলা দায়ের করা হয়েছে।


   আরও সংবাদ