ঢাকা, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ চৈত্র ১৪৩২, ১৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

র‌্যাব-৩: লকডাউনে এ্যাম্বুলেন্সে রুগীর জায়গায় রাজধানীতে আসছে মাদক


প্রকাশ: ৪ অগাস্ট, ২০২১ ১১:৫৯ পূর্বাহ্ন


র‌্যাব-৩: লকডাউনে এ্যাম্বুলেন্সে রুগীর জায়গায় রাজধানীতে আসছে মাদক

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ৮৫ কেজি গাঁজা এবং একটি এ্যাম্বুলেন্সসহ দেলোয়ার হোসেন (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৩। আজ র‌্যাব-৩'এর সহকারী পরিচালক মিডিয়া অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস এক বার্তায় এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, র‌্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী অভিনব কায়দায় একটি এ্যাম্বুলেন্সযোগে অবৈধ মাদকদ্রব্য গাঁজার চালান চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখে বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে নিয়ে আসছে। 

এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল গভীর রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোডস্থ শিমরাইল শাখার এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড এর সামনে চেকপোস্ট স্থাপন করে এম্বুলেন্সের চালক মাদক ব্যবসায়ী আটক করে।

পরে উপস্থিত লোকের সামনে এম্বুলেন্স তল্লাশি করে এম্বুলেন্সের ভিতরে রোগীর জন্য নির্ধারিত বেডের নিচে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ৮৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ২১ লাখ টাকা। এছাড়াও  উক্ত ব্যক্তির দেহ তল্লাশি করে একটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৭৪০ টাকা এবং ৮৫ কেজি গাঁজাসহ উক্ত এম্বুলেন্স জব্দ করা হয়। 

অভিযান পরিচালনা করার সময় এম্বুলেন্সে কোন রোগী ছিলনা। এম্বুলেন্স চলমান লকডাউনের আওতামুক্ত হওয়ায় অসাধু মাদক ব্যবসায়ীরা এম্বুলেন্সকে মাদক পরিবহনের নিরাপদ মাধ্যম হিসেবে বেছে নিয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত আসামী কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে বলে জানায়। আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


   আরও সংবাদ