ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

কিউবার ওপর অবরোধ চাপিয়ে দিলো যুক্তরাষ্ট্র


প্রকাশ: ৩১ জুলাই, ২০২১ ১১:৫১ পূর্বাহ্ন


কিউবার ওপর অবরোধ চাপিয়ে দিলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : লাটিন আমেরিকার দেশ কিউবার ওপর নতুন করে অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে আরও অবরোধ আরোপের প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল শুক্রবার কিউবার পুলিশ বাহিনী ও দুজন কর্মকর্তার ওপর এই অবরোধ আরোপ করা হয়।

অবরোধের ব্যাপারে মার্কিন ট্রেজারি বিভাগ জানায়, ১১ জুলাই থেকে কিউবায় শুরু হওয়া গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ বিক্ষোভ থামাতে দেশটির সরকারের তরফ থেকে নেওয়া পদক্ষেপের জবাবে এই অবরোধ দেওয়া হয়েছে।

শুক্রবার হোয়াইট হাউসে কিউবান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নেতাদের সঙ্গে বৈঠকে দেশটির ওপর নতুন অবরোধের দেন বাইডেন।কিউবার রাষ্ট্রীয় ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন না আসা পর্যন্ত দেশটিতে আরও অবরোধ দেওয়া হবে বৈঠকে জানান বাইডেন। তবে কিউবার রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তনের ব্যাপারে বাইডেন আশাবাদি নন বলে বৈঠকে জানিয়েছেন।


   আরও সংবাদ