ঢাকা, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ চৈত্র ১৪৩২, ১৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

১৪ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে র‌্যাব-০৩


প্রকাশ: ৩০ জুলাই, ২০২১ ১০:১২ পূর্বাহ্ন


১৪ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে র‌্যাব-০৩

স্টাফ রিপোর্টার : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও এলাকা থেকে ১৪ হাজার ৪৫০ পিস ইয়াবাসহ হেলাল (৩০) নামের এক মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-০৩। আজ শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যায় র‌্যাব-০৩'এর সহকারী পরিচালক মিডিয়া অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস এক বার্তায় এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, র‌্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে, নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন কাচপুর মোড়স্থ এস ইন্টারন্যাশনাল সিএনজি ফিলিং ষ্টেশন লিমিটেড এর সামনে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩এর একটি আভিযানিক দল এস ইন্টারন্যাশনাল সিএনজি ফিলিং ষ্টেশন লিমিটেড এর সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী তার কৃতকর্মের বিষয় স্বীকার করে এবং দীর্ঘদিন যাবৎ এই মাদক ব্যবসা করে আসছে বলে জানায়। আটককৃত আসামীর বিরুদ্ধে সোনারগাঁও থানায় মামলার দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, র‌্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহিৃতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। 

বর্তমান সময়ে কতিপয় মাদক ব্যবসায়ীগণ ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিল, হেরোইন, দেশী মদ, বিদেশী মদ, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য অভিনব কায়দায় বহন করে নিয়ে আসছে। এ ধরনের মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা সচেষ্ট।


   আরও সংবাদ