ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

বিধিনিষেধের পঞ্চম দিনে যশোরে চলছে ঢিলেঢালা লকডাউন


প্রকাশ: ২৭ জুলাই, ২০২১ ০৭:৫২ পূর্বাহ্ন


বিধিনিষেধের পঞ্চম দিনে যশোরে চলছে ঢিলেঢালা লকডাউন

সাইফুল (যশোর)

করোনা সংক্রমণ রোধে সারাদেশে ন্যায় যশোরও চলছে কঠোর বিধিনিষেধ। এরই মধ্যে কেটে গেছে পাঁচ দিন। আজ কঠোর বিধি নিষেধের পঞ্চম দিন চলছে। এদিন যশোর শহরে বেড়েছে রিকশা ও ইজিবাইকের সংখ্যা।

ফলে কোথাও কোথাও দেখা গেছে গাড়ির জটলা। এদিকে কেউ কেউ ব্যাক্তিগত কাজে বের হলেও অধিকাংশ লোক বিনাকারণে সড়কে বের হয়েছে। এসময় আইনশৃঙ্খলার বাহিনীর জেরার মুখে পড়তে হয়েছে অনেককে।

এদিকে আইন ভঙ্গের কারণে অনেক রিকশা ও ইজিবাইক আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

এদিকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক যেমন জজকোর্টের মোড় , মণিহার, পালবাড়ি, নিউ মার্কেট এসব সড়কে আইনশৃংখলা বাহিনী চেকপোস্ট বসিয়ে বাইরে আসার কারণ জানতে চাইছেন।

এছাড়া বিনাকারণে ব্যাক্তিগত গাড়ি নিয়ে বের হওয়া এবং স্বাস্থ্য বিধি না মানার কারণে বাইরে বের হওয়াদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হচ্ছে।


   আরও সংবাদ