প্রকাশ: ২৬ জুলাই, ২০২১ ০৯:২৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : রাজধানীর দারুস সালাম এলাকা থেকে ১৭৮ বোতল ফেন্সিডিল মিতু আক্তার (২৩) ও রিতু আক্তার (২১) নামের ২ জন মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৩।
- আজ র্যাব-৩'এর সহকারী পরিচালক মিডিয়া অতিরিক্ত পুলিশ সুপার বীণা রাণী দাস এক বার্তায় এতথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, র্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী চক্রের সদস্যরা আহাদ পরিবহন যোগে যাত্রী বেশে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল এর চালান জয়পুরহাট থেকে গাবতলী, ঢাকায় বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে নিয়ে আসছে।
এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর আভিযানিক দল দারুসসালাম থানাধীন মাজার রোড এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীদের ফেন্সিডিলসহ আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত আসামীদ্বয় কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং দীর্ঘদিন যাবৎ এই মাদক ব্যবসা করে আসছে বলে জানায়। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।