প্রকাশ: ১৬ জুলাই, ২০২১ ১১:০৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : রাজধানীর ধানমন্ডি থানাধীন সাত মসজিদ রোডস্থ ধানমন্ডি ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টার এলাকা থেকে ৩৫ কেজি গাঁজাসহ মামুন (৩৬) নামের এক মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব-৩।
আজ শুক্রবার (১৬ জুলাই) বিকালে সহকারী পরিচালক মিডিয়া অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস এক বার্তায় এতথ্য নিশ্চিত করেন। আটককৃত আসামীর বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা দায়ের করা হয়েছে।
তিনি জানান, র্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা মহানগরীর ধানমন্ডি থানাধীন সাত মসজিদ রোডের ধানমন্ডি ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত আসামী তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে বলে জানায়।