ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ চৈত্র ১৪৩২, ২২ জ্বমাদিউল সানি ১৪৪৭

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু


প্রকাশ: ১৬ জুলাই, ২০২১ ১০:৪৭ পূর্বাহ্ন


চৌগাছায় সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু

চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় ট্রাকচাপায় আম্বিয়া সুলতানা (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের দিঘড়ী গ্রামের বাসিন্দা এবং ডিভাইন গার্মেন্টস লিমিটেডের একজন কর্মী।

আজ শুক্রবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে চৌগাছা-যশোর সড়কের কড়ইতলা নামক স্থানে ডিভাইন গার্মেন্টস লি. এর সামনে এ ঘটনা ঘটে। নিহতের ছেলে রায়হান হোসেন জানান, তার মা ডিভাইন গার্মেন্টেসের নারী চেকার পদে চাকরি করতেন। আজ সন্ধ্যায় অফিস শেষে আমার খালার ছেলে (আম্বিয়ার বোনের ছেলে) হারুন অর রশীদের মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন।

গার্মেন্টস ছাড়িয়ে এক দেড়শ ফুট এগোতেই যশোরের দিক থেকে আসা একটি ট্রাক (যশোর- ট-১১-০২১০) পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হোন। এসময় তাকে তৎক্ষণাৎ উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. তাজিন বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।


   আরও সংবাদ