ঢাকা, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ চৈত্র ১৪৩২, ১৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

বিয়ারসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৩


প্রকাশ: ১৪ জুলাই, ২০২১ ১০:২৬ পূর্বাহ্ন


বিয়ারসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৩

স্টাফ রিপোর্টার : রাজধানীর গুলশান এলাকা থেকে ৮৫৬ ক্যান বিয়ার ও একটি প্রাইভেটকারসহ আলমগীর হোসেন সরকার (৪০) নামের এক মাদক ব্যবসায়ী আটক করছে র‌্যাব-৩। আজ র‌্যাব-৩'এর সহকারী পরিচালক মিডিয়া অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস এক বার্তায় এতথ্য নিশ্চিত করেন।

র‌্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজধানীর গুলশান থানাধীন এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী একটি প্রাইভেটকার যোগে অবৈধ মাদকদ্রব্য বিয়ারের একটি চালান বিক্রয়ের উদ্দেশ্যে গুলশান থেকে মগবাজার অভিমুখে বহন করে নিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল গুলশান এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং দীর্ঘদিন যাবৎ ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য বিদেশী বিয়ার ক্রয়-বিক্রয় করে আসছে বলে জানায়। আটককৃত আসামীর বিরুদ্ধে গুলশান থানায় মামলার দায়ের করা হয়েছে।


   আরও সংবাদ