ঢাকা, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ চৈত্র ১৪৩২, ১৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৩


প্রকাশ: ১০ জুলাই, ২০২১ ০৬:২২ পূর্বাহ্ন


গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৩

স্টাফ রিপোর্টার : নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ৬৫ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ ৩ মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-৩। আজ শনিবার (১০ জুলাই) বিকালে র‌্যাব-৩'এর সহকারী পরিচালক মিডিয়া অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস এক বার্তায় এতথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন- লিয়ন আলী (৩৫), আনারুল ইসলাম (২২) ও আল-আমিন (২১)। এসময় তাদের কাছ থেকে আসামীদের নিকট থেকে ৬৫ কেজি গাঁজা এবং একটি ট্রাক উদ্ধার করা হয়।

তিনি জানান, র‌্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী একটি ট্রাকযোগে অবৈধ মাদকদ্রব্য গাঁজার চালান বিক্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা থেকে ঢাকা অভিমুখে বহন করে নিয়ে আসছে। এমস সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩'এর আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাদের আটক করেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং দীর্ঘদিন যাবৎ কুমিল্লা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে নারায়নগঞ্জসহ ঢাকার বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে বলে জানায়। আটককৃত আসামীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহিৃতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। বর্তমান সময়ে কতিপয় মাদক ব্যবসায়ীগণ ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিল, হেরোইন, দেশী মদ, বিদেশী মদ, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য অভিনব কায়দায় বহন করে নিয়ে আসছে। এ ধরনের মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা সচেষ্ট আছে।


   আরও সংবাদ