ঢাকা, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ চৈত্র ১৪৩২, ১৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

শীর্ষ সন্ত্রাসী প্রকাশ আলীকে অস্ত্রসহ আটক করেছে র‌্যাব-৩


প্রকাশ: ৭ জুলাই, ২০২১ ০৩:৫০ পূর্বাহ্ন


শীর্ষ সন্ত্রাসী প্রকাশ আলীকে অস্ত্রসহ আটক করেছে র‌্যাব-৩

স্টাফ রিপোর্টার : কুমিল্লা জেলার বরুড়া থেকে সন্ত্রাসী আলী হোসেন প্রকাশ আলী (৪৪) নামের এক অবৈধ অস্ত্রধারী কুখ্যাত শীর্ষ সন্ত্রাসীকে একটি রিভালবার ও একটি লোকালগানসহ আটক করেছে র‌্যাব-৩।

আজ বুধবার (০৭ জুলাই) সকালে র‌্যাব-৩'এর স্টাফ অফিসার অপস্ ও ইন্ট শাখা থেকে পাঠানো এক বার্তায় এতথ্য জানান হয়।

এতে বলা হয়, র‌্যাব-৩ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কুমিল্লা জেলার বরুড়া থানাধীন এলাকায় অবৈধ অস্ত্রধারী কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী আলী হোসেন প্রকাশ আলী অবস্থান করছে। এমন সংবাদ এর সত্যতা যাচাই এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য র‌্যাব-৩'এর একটি বিশেষ আভিযানিক দল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী জানায়, অবৈধ অস্ত্র সে কুমিল্লার বরুড়া এলাকায় আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও সন্ত্রাসমূলক কর্মকান্ডে ব্যবহার করে আসছিল। আসামীর বিরুদ্ধে বরুড়া থানায় ০৫ টি মামলা রয়েছে। আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


   আরও সংবাদ