ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ চৈত্র ১৪৩২, ১৯ জ্বমাদিউল সানি ১৪৪৭

খালেদের টর্চার সেলের সন্ধান র‌্যাবের হাতে, নির্যাতনের সরঞ্জাম উদ্ধার


প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


খালেদের টর্চার সেলের সন্ধান র‌্যাবের হাতে, নির্যাতনের সরঞ্জাম উদ্ধার

আব্দুল হামিদ : গতকাল বুধবার রাতে যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূইয়া কে গ্রেফতার করার পরে তার দেয়া তথ্য মতে কমলাপুরে ইস্টার্ন কমলাপুর কমার্শিয়াল কমপ্লেক্সে অভিযান চালিয়ে র‌্যাব তার টর্চার সেলের সন্ধান পায়।

এসময় তার টর্চার সেলে মিলেছে নির্যাতন করার সব আলামত। চাঁদার জন্য কাউকে ধরে নিয়ে ইলেকট্রিক শক, পেটানোর সরঞ্জামও পাওয়া গেছে সেখানে।

বুধবার রাতে কমলাপুর রেল স্টেশনের বিপরীতে ৬৪/৬৮ নম্বরস্থ ইস্টার্ন কমলাপুর কমার্শিয়াল কমপ্লেক্সের ৫ম তলার ৪০২ নম্বর কক্ষে এ টর্চার সেলের সন্ধান পায় র‌্যাব। 

অভিযানকালে সেখান থেকে ১৯০ পিস ইয়াবা, ৫ ক্যান বিয়ার, ৭০০ গ্রাম সীসা, দেড় কেজি সীসা খাওয়ার কয়লা, ৩টি মোবাইল, ২টি ল্যাপটপ, ২টি ইলেকট্রিক শক মেশিন, ৫টি লাঠি, ২টি অস্ত্রের তেলের বোতল ও নগদ ২৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

এর আগে বুধবার বিকেলে গুলশানের বাসা থেকে খালেদকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তার বাসা থেকে ৫৮৫ পিস ইয়াবা, লকার থেকে ১০ লাখ ৩৪ হাজার টাকা, ডলারেরও বান্ডিল পাওয়া যায়।

এছাড়া তার কাছ একটি অবৈধ অস্ত্র ও লাইসেন্সের শর্ত ভঙের কারণে অপর দুটি অস্ত্র জব্দ করা হয়। সেই সঙ্গে বেশকিছু গুলিও পাওয়া গেছে।


   আরও সংবাদ