ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

৩০ জুন পর্যন্ত পূর্ণ লকডাউনে নোবিপ্রবি


প্রকাশ: ২৩ জুন, ২০২১ ০৬:৪৩ পূর্বাহ্ন


৩০ জুন পর্যন্ত পূর্ণ লকডাউনে নোবিপ্রবি


নোবিপ্রবি প্রতিনিধিঃ

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী ৩০ জুন পর্যন্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. আবুল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস জনিত উদ্ভুত পরিস্থিতিতে সঙ্গনিরোধকল্পে আগামী ৩০ জুন পর্যন্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পূর্ণ লকডাউন থাকবে। লকডাউন চলাকালীন অফিসের অতীব জরুরি কার্যক্রম পরিচালনার বিষয়ে ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, দফতর প্রধানবৃন্দ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ মোট ১৫ জন কর্মকর্তা-কর্মচারী করোনা আক্রান্ত হয়েছে। শিক্ষকদের মধ্য রয়েছেন ফিশারিজ এন্ড মেরিন সাইন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মফিজুর রহমান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. জসিম উদ্দিনসহ করোনা আক্রান্ত হয়েছেন নোবিপ্রবির আরও ১৩ জন কর্মকর্তা ও কর্মচারী।


   আরও সংবাদ