ঢাকা, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ চৈত্র ১৪৩২, ১৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

১০ হাজার পিস ইয়াবাসহ ২জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৩


প্রকাশ: ২১ জুন, ২০২১ ০৮:৩৯ পূর্বাহ্ন


১০ হাজার পিস ইয়াবাসহ ২জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৩

স্টাফ রিপোর্টার : নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ শিপন (২৭) ও মিলন হাওলাদার (৩২) নামের ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-৩।

আজ সোমবার (২১ জুন) বিকালে র‌্যাব-৩'এর সহকারী পরিচালক মিডিয়া অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস এক বার্তায় এতথ্য নিশ্চিত করেন। এসময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

তিনি জানান, র‌্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটের একটি চালান চট্টগ্রাম থেকে ঢাকাসহ সারা দেশে বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে নিয়ে আসছে।

এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩'এর একটি আভিযানিক দল নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং দীর্ঘদিন যাবৎ এই মাদক ব্যবসা করে আসছে বলে জানায়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


   আরও সংবাদ