ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

ফিলিস্তিনি যুবকের মাথায় গুলি করল ইসরাইলি সেনা


প্রকাশ: ১৭ জুন, ২০২১ ০১:৫৪ পূর্বাহ্ন


ফিলিস্তিনি যুবকের মাথায় গুলি করল ইসরাইলি সেনা

পশ্চিমতীরের উত্তর অংশে ফিলিস্তিনি এক যুবকের মাথায় গুলি করেছে ইসরাইলের বর্বর সেনাবাহিনী।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এ তথ্য জানায় তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।

খবরে বলা হয়, বুধবার এ ঘটনা ঘটে।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, অবৈধ বসতি স্থাপনের প্রতিবাদে নাবলুসের বেইতা গ্রামে বিক্ষোভে অংশ নেন ওই যুবক। সেখানেই তার মাথায় গুলি করে ইসরাইলি সেনারা। 

‘গুরুতর আহতাবস্থায়’ ওই যুবককে হাসপাতালে নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক আইন পশ্চিমতীর ও জেরুজালেমকে অধিকৃত অঞ্চল এবং এখানে ইহুদি বসতিগুলোকে অবৈধ হিসেবে দেখে।


   আরও সংবাদ