ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

কমিশন নেওয়ার আলাপ-আলোচনা হলেও ব্যবস্থা


প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


কমিশন নেওয়ার আলাপ-আলোচনা হলেও ব্যবস্থা

কোথাও ছোটখাটো দুর্নীতি হলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। কমিশন নেওয়ার আলাপ-আলোচনা হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুভিত্তিক তিনটি বইয়ের মোড়ক উন্মোচনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যেখানে অনিয়ম সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে দেশ পরিচালনা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্নীতির সঙ্গে জড়িত থাকার কারণে অন্যান্য দলের নেতাদের পাশাপাশি যুবলীগের নেতাদের গ্রেফতার করা হয়েছে। অপরাধীর দলীয় পরিচয় বিবেচনা করা হচ্ছে না।

এ সময় উপস্থিত ছিলেন- ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভিসি অধ্যাপক ড. আব্দুল মান্নান, মহিলা আওয়ামী লীগের দফতর সম্পাদক রোজিনা নাসরিন, ঢাকা মিডিয়া ক্লাবের চেয়ারম্যান অভি চৌধুরী প্রমুখ।


   আরও সংবাদ