প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : দেশের অভ্যন্তরে মাল্টি মোডাল ট্রান্সপোর্ট অপারেটর হিসাবে কাজ করার প্রত্যয়ে সম্প্রতি রেলমন্ত্রণালয়ের অধীনে কনটেইনার কোম্পানি অব বাংলাদেশ যাত্রা শুরু করেছে। (সিসিবিএল) লিমিটেড ইতিমধ্যে একজন অভিজ্ঞ অবসরপ্রাপ্ত রেলকর্মকর্তা বেলাল উদ্দিনকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।
জানা যায়, এই প্রকল্পের প্রাথমিক অনুমোদিত মূলধন চারশত কোটি টাকা। যার শতভাগ শেয়ারের মালিক থাকবেন বাংলাদেশ সরকার বলে জানালেন পরিচালক। প্রাথমিক ভাবে জানা যায় কোম্পানীটি পরিবহণ সেক্টরে আধুনিক সেবা প্রদান করবে।
ইতিমধ্যে দেশের অভ্যন্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ইংল্যান্ড কন্টার ডিপু কন্টিনার ফ্রেড স্টেশন এবং ওয়্যার হাউজ নির্মাণের মাধ্যমে দেশের ব্যবসা বানিজ্যে গতিসঞ্চারে, তথা দেশের অর্থনীতি উন্নয়ণে বিশেষ ভূমিকা রাখবে বলে জানান কনটেইনার কোম্পানীর পরিচালক।
ইতিমধ্যে কোম্পানী চট্রগ্রামে পিপিপি ভিত্তিতে একটি কনটেইনার ইয়ার্ড নির্মানের পরিকল্পনা গ্রহণ করেছে। যা আগামী দুই বছরের মধ্যে বাস্তবায়িত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
পরিচালক বেলাল উদ্দিন জানান, দেশের ভিতরে উৎপাদিত দ্রব্য সামগ্রী দ্রুত সময়ের মধ্যে আধুনিক পদ্ধতিতে গন্তব্যে পৌছানোর লক্ষ্যে কনটেইনার কোম্পাণী অব বাংলাদেশ কাজ করছে।
কোম্পানী ডোর টু ডোর সেবা প্রদানের লক্ষ্যে রেলওয়েসহ অন্যান্য পরিবহণের মাধ্যমে তাদের লক্ষ্য নির্ধারণ করেছেন। রেলওয়েসহ অন্যান্য পরিবহণের কাজ হবে দেশের উৎপাদিত দ্রব্য সামগ্রী দ্রুত বাজারজাত এবং ভোক্তার নিকট পৌছানোর লক্ষেই সিসিবিএল’র মূল লক্ষ্য।