প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : প্রথম নারী প্রতিনিধি ইসমত জাহানের উত্তরসূরী হিসেবে দশ বছর পর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন অভিজ্ঞ কূটনীতিক রাবাব ফাতেমা।
১৯৭৪ সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করার পর রাবাব-ই দ্বিতীয় কোনো নারী কূটনীতিক, যিনি বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন।
এর আগে ২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত ছিলেন ইসমত জাহান। রাবাবের পূর্বসূরী ইসমত জাহান ১৯৮২ সালের বিসিএসে উত্তীর্ণ হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনীতিক হিসেবে তার পেশাজীবন শুরু করেন।
জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন ছাড়াও ইসমত জাহান দুই দফায় জাতিসংঘের কমিটি অন দ্য এলিমিনেশন অব ডিসক্রিমিনেশন এগেইনস্ট ওমেন (সিইডিএডব্লিউ) এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
এটাই বাংলাদেশের আন্তর্জাতিক কমিটিতে স্থান পাওয়ার ঘটনা। দুই দফায় তিনি ২০১১ থেকে ২০১৮ সাল এই দায়িত্ব পালন করেন। অবসরে যাওয়ার আগে সিনিয়র সচিব হিসেবে সর্বচ্চো প্রমোশন পান ইসমত জাহান।
বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো কূটনীতিককে এই মর্যাদা দেয়া হয়েছিল। সিনিয়র সচিব দায়িত্ব পাওয়ার পরপরই তিনি অবসরোত্তর ছুটিতে যান।
উল্লেখ্য, ১৯৬০ সালে জন্ম নেয়া এই কূটনীতিক জাহান বতর্মানে ওআইসির হয়ে ইউরোপীয় ইউনিয়নে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। কূটনৈতিক কর্মজীবনে, ইসমত জাহান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি নিউইয়র্ক সিটি, জেনেভা, এবং নয়া দিল্লিতে বাংলাদেশের বিদেশে স্থায়ী মিশনসমূহে দায়িত্ব পালন করেছিলেন। ২০০৫-২০০৭ পর্যন্ত তিনি নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন।