প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামন খান কামাল বলেন, যারা আইন মানবে না তাদেরকে বিচারের কাঠগড়া নিয়ে আসা হবে। সরকার কোন ক্যাসিনোর লাইসেন্স দেয়নি।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে মিডিয়া ফর ডেভেলপমেন্ট এন্ড পিস (এমডিপি) আয়োজিত নারী ক্ষমতায়নে শেখ হাসিনা শিরোনামে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ ২০০৮ সালে ক্ষমতায় আসার পরেই ২০১২ সালে নারী নীতি প্রতিষ্ঠাতা করেন। সেখানে নারীদের সব ধরনের ক্ষমতায়নের কথা বলা হয়েছে।
নারী ক্ষমতায়নে শেখ হাসিনা মূলপ্রবন্ধ পাঠ করেন মু রহমান আলী। শেখ হাসিনার হাত বাংলাদেশের নারীদের
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপস্থিত ছিলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরোফিন সিদ্দিকী, সাবেক বিচারপতি সামসুদ্দিন চৌধুরী মানিক।