ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ চৈত্র ১৪৩২, ১৯ জ্বমাদিউল সানি ১৪৪৭

যুবলীগ নেতা খালেদের টর্চার সেলে র‌্যাব-৩'এর অভিযান


প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


যুবলীগ নেতা খালেদের টর্চার সেলে র‌্যাব-৩'এর অভিযান

স্টাফ রিপোর্টার : রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের উল্টো দিকে ইস্টার্ন টাওয়ারে যুবলীগ নেতা খালেদের টর্চার সেলের সন্ধান পেয়ে অভিযান চালাচ্ছে র‌্যাব-৩।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান শুরু করে র‌্যাব। এ বিষয়ে র‌্যাবের মিডিয়া শাখার সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, খালেদকে সন্ধ্যায় গ্রেফতারের পর তার দেওয়া তথ্যমতে, কমলাপুরে টর্চার সেলে অভিযান শুরু করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল কেএম শফিউল্লাহ জানান, ওই টর্চার সেলে নির্যাতনের অনেক ধরণের যন্ত্রপাতি পাওয়া গেছে। 

জানা গেছে, চাঁদা চেয়ে কেউ না দিলে তাকে ধরে নিয়ে এই সেলে নির্যাতন করা হতো।


   আরও সংবাদ