ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

রাজধানীতে র‌্যাব এর অভিযানে ১৯,৪০০ পিস ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার


প্রকাশ: ২৩ মে, ২০২১ ১১:৫১ পূর্বাহ্ন


রাজধানীতে র‌্যাব এর অভিযানে  ১৯,৪০০ পিস ইয়াবা সহ  তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-৩ এর অভিযানে ঢাকা মহানগরীর পল্টন মডেল থানাধীন এলাকা হতে ১৯,৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহিৃতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। বর্তমান সময়ে কতিপয় মাদক ব্যবসায়ী হেরোইন, ফেন্সিডিল, গাঁজা, দেশী মদ, বিদেশী মদ, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদকদ্রব্য অভিনব কায়দায় বহন করে নিয়ে আসছে। এ ধরনের মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা সচেষ্ট।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চক্রের সদস্যরা একটি ট্রাকের মাধ্যমে অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এর চালান নিয়ে ঢাকা মহানগরীর মতিঝিল হতে পল্টন হয়ে শাহবাগ অভিমুখে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর আভিযানিক দল ২১/০৫/২০২১ তারিখ ২২০০ ঘটিকার সময় ঢাকা মহানগরীর পল্টন থানাধীন ২৬, নয়াপল্টন, ভিআইপি রোডস্থ “হেভেন রোজ সুইটস্ এন্ড বেকারী” নামক দোকানের সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

১। শাহ আপেল ইসলাম (৩৭), জেলা-রংপুর।

২। মোঃ শহিদুল ইসলাম (৩২), জেলা-রংপুর।

৩। মোঃ কবির মিয়া (২৪), জেলা-রংপুর।

এছাড়াও গ্রেফতারকৃত আসামীদের নিকট হতে ১৯,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ০১ টি ট্রাক উদ্ধার কারা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত আসামীরা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং দীর্ঘদিন যাবৎ এই মাদক ব্যবসা করে আসছে বলে জানায়।

ধৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


   আরও সংবাদ