ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

রাজধানীর ডেমরাতে র‌্যাবের অভিযানে ৩৭৪০ পিছ ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার


প্রকাশ: ২০ মে, ২০২১ ০৬:১৩ পূর্বাহ্ন


রাজধানীর ডেমরাতে র‌্যাবের অভিযানে ৩৭৪০ পিছ ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” শ্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র‌্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় গত ১৯ এপ্রিল, ২০২১ খ্রিঃ তারিখ আনুমানিক ২০.০৫ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানীর ঢাকার ডেমরা থানাধীন ষ্টাফ কোয়াটার্স হাজী এম, এ, গফুর স্কয়ার মার্কেট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৩৭৪০ (তিন হাজার সাতশত চল্লিশ) পিছ ইয়াবা ট্যাবলেটসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ রাজু ভূইয়া খান (২৬) ও ২। মোঃ সুজন (৩০) ও ৩। মোঃ আরিফ হোসেন (২৮) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত মহিলা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ ডেমরাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।


   আরও সংবাদ