ঢাকা, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ চৈত্র ১৪৩২, ১৮ জ্বমাদিউল সানি ১৪৪৭

রাজধানীতে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে র‍্যাব-৩


প্রকাশ: ২৫ এপ্রিল, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


রাজধানীতে ২৪ হাজার পিস ইয়াবাসহ  একজনকে আটক করেছে র‍্যাব-৩

স্টাফ রিপোর্টার : রাজধানীর বনশ্রী এলাকা থেকে ২৪ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‍্যাব-৩।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে র‍্যাব-৩ এর সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন বিএন নিউজ কে এসব তথ্য নিশ্চিত করেন। 

সৈয়দ হুমায়ুন কবির (৫২), আটক করে। এ সময় তার কাছ থেকে ২৪ হাজার পিস ইয়াবা এবং ২টি মোবাইল সেট উদ্ধার করে।

সাখাওয়াত হোসেন বলেন, প্রথমিক জিজ্ঞাসাবাদে জানায়, দীর্ঘদিন যাবৎ চট্রগ্রাম থেকে ইয়াবার বড় বড় চালান নিজ ভাড়া বাসায় মজুদ করে তার সহযোগীদের সহায়তায় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।


   আরও সংবাদ