প্রকাশ: ৬ মে, ২০২১ ০৭:১০ পূর্বাহ্ন
শাহীন আলম, ইবি প্রতিনিধিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দাওয়াহ্ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
বৃহস্পতিবার (০৬ মে) এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
এছাড়াও পৃথক দুটি শোক-বার্তায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান শোক প্রকাশ করেছেন।
গতকাল ৫ মে করোনা আক্রান্ত দাওয়াহ্ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া থেকে ঢাকা যাওয়ার পথে আনুমানিক রাত ১১টায় ইন্তেকাল করেন।