ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

ইবি'র নতুন কোষাধ্যক্ষ ড. আলমগীর হোসেন ভূঁইয়া


প্রকাশ: ৫ মে, ২০২১ ০৭:৩৭ পূর্বাহ্ন


ইবি'র নতুন কোষাধ্যক্ষ ড. আলমগীর হোসেন ভূঁইয়া

শাহীন আলম, ইবি প্রতিনিধিঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন (ইবি) কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া।

বুধবার (৫ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোঃ মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন সূত্রে, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর অ্যাডভোকেট আব্দুল হামিদ এঁর অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন ১৯৮০ (সংশোধিত আইন,২০১০) এর ১২ (১) ধারা অনুসারে একই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়াকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

তিনি আগামী চার (৪) বছর এ পদে দায়িত্ব পালন করবেন। এছাড়া কোষাধ্যক্ষ পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ও ভাতাদিসহ বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অনান্য সুবিধাও ভোগ করবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।


   আরও সংবাদ