ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

কারাগারে বন্দি ব্যবস্থাপনায় পাইলট ডাটাবেজের উদ্বোধন


প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


কারাগারে বন্দি ব্যবস্থাপনায় পাইলট ডাটাবেজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক অফিস (ইউএনওডিসি) কারাবন্দিদের বায়ােমেট্রিক তথ্য সম্বলিত এ ডাটাবেজ সফটওয়্যার প্রস্তুত করে ডাটাবেজটি গত জুন মাস থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২ এবং গাজীপুর জেলা কারাগারে পাইলট ভিত্তিতে ব্যবহৃত হচ্ছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে কারাবন্দি ব্যবস্থাপনা বিষয়ক একটি পাইলট ডাটাবেজের উদ্বোধন করেন তিনি।

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার এবং জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্লো অংশগ্রহণ করেন।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের আর্থিক সহযােগিতায় ইউএনওডিসি বাংলাদেশের কারাগারের প্রয়ােজনীয়তা বিবেচনা করে বন্দি ব্যবস্থাপনা ও তথ্য সংরক্ষণ কার্যক্রম সহজতর করার লক্ষ্যে ডাটাবেজ প্রস্তুত করে।

বন্দীদের আঙ্গুলের ছাপ ও চোখের কর্নিয়ার ছবি সংরক্ষণ করা থাকাতে এ ডাটাবেজের মাধ্যমে কারাগারে ভুল ব্যক্তির অবস্থান সহজে সনাক্ত করা যাবে এবং জালিয়াতির মাধ্যমে কারাগার থেকে মুক্ত হওয়ায় মত ঘটনা রোধ করা সম্ভব হবে।

এ ডাটাবেজে সঠিকভাবে ব্যবহার করলে কারাকর্মীদের সার্বিক দক্ষতা বৃদ্ধি পাবে ও বন্দিব্যবস্থাপনা সংক্রান্ত ভুল হওয়ার
সম্ভাবনা কমে যাবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

সারা দেশে এ সিস্টেমটি চালু করার উপর গুরুত্ব আরােপ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ইউএনওডিসি'র পাইলট প্রজেক্ট শেষে আমরা এর কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য সরকারের রাজস্ব তহবিল
থেকে প্রকল্প গ্রহণ করব"।

তথ্য নিরাপত্তা নিশ্চিত করতে শুধুমাত্র প্রকল্প থেকে সরবরাহকৃত কম্পিউটারে ডাটাবেজ সফটওয়ারটি ব্যবহার করা যায়। এ সফটওয়ারের মাধ্যমে কারাকর্মীরা বন্দিব্যবস্থাপনা সংক্রান্ত তাদের দৈনন্দিন কার্যক্রম সম্পন্ন করতে পারেন। এতে নতুন বন্দি ভর্তি, আদালতে বন্দি প্রেরণ, বন্দি স্থানান্তর, বন্দি মুক্তি, এবং কয়েদীদের সাজা মওকুফ প্রদানসহ প্রায় সব কার্যক্রম করা সম্ভব।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিচারিক ব্যবস্থার সাথে যুক্ত সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণসহ উন্নয়ন সহযােগী সংস্থাসমূহের প্রতিনিধিগণ বন্দি ব্যবস্থাপনা বিষয়ক ডাটাবেজ চালু করায় ইউএনওডিসি ও কারা অধিদপ্তরের প্রশংসা করেন।


   আরও সংবাদ