ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে সেহরি বিতরণ


প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২১ ০৪:৪৯ পূর্বাহ্ন


জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে সেহরি বিতরণ


জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আবদুল্লাহ্ শাহীনের উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে সেহরি বিতরণ করা হয়েছে।

বুধবার (২৮ এপ্রিল) রাত ২টার পর থেকে এ খাবার বিতরণ শুরু করেন তিনি। 

জানা যায়, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের  নির্দেশে এই কার্যক্রম পরিচালনা  করা হয়। এবং আজ রাতে ১০০ জন অসহায় লোকের মাঝে এই খাবার বিতরণ করা হয়। 

আব্দুল্লাহ্ শাহীন বলেন, দেশরত্ন শেখ হাসিনা ছাত্রলীগকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে যে নির্দেশনা দিয়েছেন তারই অংশ হিসেবে আমি বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদার  নির্দেশে আমার সামর্থ্য অনুযায়ী অতীতের ন্যায় বর্তমানেও মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ভবিষ্যতেও এরকম কার্যক্রমে মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ্। এবং সেহরি বিতরণের এই কার্যক্রম চলমান থাকবে।


   আরও সংবাদ