প্রকাশ: ২২ এপ্রিল, ২০২১ ১২:১০ অপরাহ্ন
রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাসের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ শুরুর ১১তম দিনে ভ্যাকসিন গ্রহণ করেছেন এক লাখ ৩৭ হাজার ৭৯৮ জন। এর মধ্যে রাজধানীতেই দ্বিতীয় ডোজের ভ্যাকসিন গ্রহণ করেছে ২৩ হাজার ৫৮৫ জন।
বুধবার (২১ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া দেশে জাতীয়ভাবে ভ্যাকসিন প্রয়োগের ৬১তম দিন প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছেন ১৬ হাজার ৮১৭ জন। এর মধ্যে রাজধানীতে ভ্যাকসিন নিয়েছে ৩ হাজার ৫০৮ জন।
এ নিয়ে দেশে এখন পর্যন্ত প্রথম ডোজের ভ্যাকসিন গ্রহণ করেছে (৬১ দিনে) মোট ৫৭ লাখ ৬১ হাজার ৯০২ জন। এর মধ্যে শুধুমাত্র রাজধানী ঢাকায় ভ্যাকসিন নিয়েছেন ৯ লাখ ৮ হাজার ১২৩ জন। আর ভ্যাকসিন নিতে আগ্রহীদের নিবন্ধন সংখ্যা পেরিয়ে গেছে ৭১ লাখ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত ভ্যাকসিন গ্রহণের জন্য সারাদেশে নিবন্ধিত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৭১ লাখ ৬৮ হাজার ৮০৯ জনে।