প্রকাশ: ৭ ফেব্রুয়ারী, ২০২১ ১১:৩৬ পূর্বাহ্ন
মণিরামপুর (যশোর) সংবাদদাতা : মণিরামপুরে প্রথম ডোজে প্রথমে করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন নূরজাহান নামের এক ব্যাংকার ও তার স্বামী অবসরপ্রাপ্ত শিক্ষক হাবিবুর রহমান।
রোববার দুপুর ১টা পর্যন্ত ২৪ জনকে টিকা দেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ শুভ্রা রাণী দেবনাথ জানান, মণিরামপুরের জন্য প্রথম ডোজে ৭’শ ভ্যাকসিন পৌছিয়েছে।
এছাড়াও রোববার পর্যন্ত টিকা গ্রহণ করতে ৪’শ ১৩ জন নিবন্ধন ভূক্ত হয়েছেন। তবে টিকা নিতে সাধারণ জনগণ খুবই আগ্রহী বলে ডাঃ শুভ্রা রাণী দেবনাথ জানিয়েছেন।