ঢাকা, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ চৈত্র ১৪৩২, ১৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

দেশে ২৪ ঘণ্টায় করোনায় ১৪ জনের মৃত্যু, আক্রান্ত ৫১৫


প্রকাশ: ২৬ জানুয়ারী, ২০২১ ১৫:৪২ অপরাহ্ন


দেশে ২৪ ঘণ্টায় করোনায় ১৪ জনের মৃত্যু, আক্রান্ত ৫১৫

স্টাফ রিপোর্টার: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জন মারা গেছেন।  এই সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন নতুন আরও ৫১৫ জন।

মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রতিদিনের মতো পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে দেশে করোনা পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন ৫১৫ জনকে নিয়ে এ পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩২ হাজার ৯১৬ জন। আর নতুন ১৪ জনকে নিয়ে এ পর্যন্ত দেশে মোট ৮ হাজার ৫৫ জন করোনায় প্রাণ হারিয়েছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪৪৭ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে ৪ লাখ ৭৭ হাজার ৪২৬ জন করোনা রোগী এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন।


   আরও সংবাদ