ঢাকা, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ চৈত্র ১৪৩২, ২৫ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

সর্বনাশা করোনায় আজও ২০ মায়ের কোল খালি


প্রকাশ: ৫ জানুয়ারী, ২০২১ ১৫:২১ অপরাহ্ন


সর্বনাশা করোনায় আজও ২০ মায়ের কোল খালি

স্টাফ রিপোর্টার:  করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ৯৯১ জন।

মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৯৯১ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ১৭ হাজার ৯২০ জন। আরও ২০ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৭ হাজার ৬৭০ জন হয়েছে।

গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৯৪৪  জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৬২ হাজার ৪৫৯ জন হয়েছে।


   আরও সংবাদ