প্রকাশ: ৩১ ডিসেম্বর, ২০২০ ০৫:০৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। যেখানে গতকাল করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ২২ জনের। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৫৫৯ জনে।
গত চব্বিশ ঘণ্টায় করোনা রোগীর শনাক্তের সংখ্যা ১ হাজার ১৪ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লাখ ১৩ হাজার ৫১০ জনে।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়।