ঢাকা, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২১ মাঘ ১৪৩১, ৩ রবিউল সানি ১৪৪৬

আজ করোনায় ১৯ জনের মৃত্যু


প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২০ ০৩:৫৯ পূর্বাহ্ন


আজ করোনায় ১৯ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার:  কোভিড-১৯ এ দেশে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে।  গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১২৩৪ জন।

করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সবশেষ পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮ পর্যন্ত মোট ৭৩৭৮ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।  গত একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১২৩৪ জন।  এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লাখ ৬ হাজার ১০২ জনে।
 

 


   আরও সংবাদ

A PHP Error was encountered

Severity: Notice

Message: fwrite(): write of 34 bytes failed with errno=122 Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 263

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: /var/cpanel/php/sessions/alt-php56)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: